Game News

BGMI: ভারতে নিষিদ্ধ Battlegrounds Mobile India! কোন আইনে কড়া পদক্ষেপ কেন্দ্রের?

PUBG Mobile Game BGMI Removed From Google Play Store: বৃহস্পতিবার Google Play Store ও App Store থেকে উধাও হয়েছিল BGMI। দেশের তথ্য প্রযুক্তি আইনের অধীনে জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম BGMI নিষিদ্ধ হয়েছে বলে খবর। 2020 সালে একই আইনে নিষিদ্ধ হয়েছিল একগুচ্ছ চিনা অ্যাপ। স্বদেশী জাগরণ মঞ্চের (SJM) তরফে কেন্দ্রের কাছে BGMI -এর চিন যোগ নিয়ে তদন্তের আবেদন করা হয়েছিল। তাদের অভিযোগ নতুন রূপে ভারতে BGMI লঞ্চ হলেও আসলে পিছন থেকে কলকাঠি নাড়ছে PUBG Mobile -এর ডেভেলপার Tencent।

বৃহস্পতিবার Google Play Store ও App Store থেকে উধাও হয়েছিল BGMI। দেশের তথ্য প্রযুক্তি আইনের অধীনে জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম BGMI নিষিদ্ধ হয়েছে বলে খবর। 2020 সালে একই আইনে নিষিদ্ধ হয়েছিল একগুচ্ছ চিনা অ্যাপ। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে। তথ্য প্রযুক্তি আইনের 69A ধারায় কেন্দ্রীয় সরকার রাষ্ট্রের সুরক্ষার কথা মাথায় রেখে যে কোন কনটেন্টে সাধারণ মানুষের অ্যাকসেস বন্ধ করতে পারে। এই ধারার অধীনে বেশিরভাগ কারণ গোপন রাখা হয়।

শুক্রবার প্রকাশিত এক রিপোর্টে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন তথ্য প্রযুক্তি আইন আরোপ করেই দেশে Battlegrounds Mobile India নিষিদ্ধ করেছে কেন্দ্র। যদিও ঘটনার সংবেদনশীলতার কথা মাথায় রেখে রিপোর্টে সেই ব্যক্তির নাম জানানো হয়নি।

তথ্য প্রযুক্তি আইনের 69A ধারায় কেন্দ্রীয় সরকার রাষ্ট্রের সুরক্ষার কথা মাথায় রেখে যে কোন কনটেন্টে সাধারণ মানুষের অ্যাকসেস বন্ধ করতে পারে। এই ধারার অধীনে বেশিরভাগ কারণ গোপন রাখা হয়।

সম্প্রতি স্বদেশী জাগরণ মঞ্চের (SJM) তরফে কেন্দ্রের কাছে BGMI -এর চিন যোগ নিয়ে তদন্তের আবেদন করা হয়েছিল। স্বদেশী জাগরণ মঞ্চ আসলে রাষ্ট্রীয় সয়ংসেবক সংঘের অর্থনৈতিক শাখা।

তাদের অভিযোগ নতুন রূপে ভারতে BGMI লঞ্চ হলেও আসলে পিছন থেকে কলকাঠি নাড়ছে PUBG Mobile -এর ডেভেলপার Tencent। এই চিনা কোম্পানির একাধিক অ্যাপ 2020 সালেই নিষিদ্ধ করেছিল কেন্দ্র।

ভারতে Play Store ও App Store থেকে উধাও হতেই গেমারদের মধ্যে সোশ্যাল প্ল্যাটফর্মে প্রতিক্রিয়ার বন্যা শুরু হয়েছে। BGMI স্ট্রিমিংকে অনেকেই জীবিকা হিসাবে বেছে নিয়েছেন। এই গেম ভারতে নিষিদ্ধ হওয়ার পরে অনেকেই সেই সব স্ট্রিমারদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।

এদিকে Play Store ও App Store থেকে Battlegrounds Mobile India উধাও হওয়ার পরে এক বিবৃতিতে Krafton জানিয়েছে কেন্দ্র এই গেম সরিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়ে জানার চেষ্টা চলছে। সঠিক তথ্য পেলে জানানো হবে।

এদিকে Google Play Store -এর তরফে জানানো হয়েছে কেন্দ্রের নির্দেশেই এই গেম প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

দেশের ই-স্পোর্টস দুনিয়া থেকে সরকারের এই সিদ্ধান্তের পরে কড়া বিবৃতি এসেছে। অনেকেই সরকারের তরফ থেকে কারণ জানিয়ে বিবৃতির অপেক্ষায় রয়েছেন। তবে কেউ কেউ আবার আশাবাদী।

Gulam Mostafa

It's Gulam Mostafa, A Professional Web Developer, Server Administrator, SEO Expert, and Digital Marketer, founder and CEO of FastAnswer.Net. I work well with a successful team that is always trying to develop itself and offer the finest services.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button