Gaming PCTools

বাংলাদেশের বাজেট ওয়্যারলেস গেমিং মাউস রিভিউ

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাজেটের মধ্যে ভালো ওয়্যারলেস গেমিং মাউস। মাউসটি খারাপ দিক ও ভালো দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই মাউসটি তৈরি করা হয়েছে ল্যাপটপ গেমারদের জন্য। আপনি যদি একজন ল্যাপটপ গেমার হন তাহলে এই মাউসটি আপনার জন্য। তাহলে চলুন শুরু করি।

আপনাদের এত এত কমেন্ট এত এত রিকোয়েস্ট এ কারণে আজকে এই পোস্ট নিয়ে আসলাম। ল্যাপটপ এর জন্য ভালো ওয়্যারলেস গেমিং মাউস। আপনিও এইভাবে আমাদেরকে কমেন্ট এর মাধ্যমে আপনি আপনার গেম এর সমস্যার কথা আমাদেরকে বলতে পারেন। আমরা তাড়াতাড়ি আপনার গেমিং সমস্যার সমাধান দিয়ে দিব।

আপনি যদি একজন ল্যাপটপ গেমার হয়ে থাকেন তাহলে এই ওয়ারলেস গেমিং মাউস টি আপনার জন্য। আপনি মাউসটি দিয়ে গেমিং এর পাশাপাশি নর্মাল সকল কাজ খুব সুন্দর করে করতে পারবেন। এই মাউসটিতে আপনি মোটামুটি মানের গেমিং করতে পারবেন। সাধারণ গেমারদের জন্য এ মাউসটি অনেক ভালো একটি মাউস। দামের কথা চিন্তা করে সব দিক দিয়েই মাউসটি পারফেক্ট।

ভালো বাজেটের ওয়্যারলেস মাউস মাউস

 

মাউস টির সম্পূর্ণ বিল কোয়ালিটি প্লাস্টিক। কিন্তু এই মাউসটিতে ভালো মানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তার মাউসটি অনেক শক্ত ও অনেক মজবুত। এই মাউসটি ব্যাটারি লাইফ অনেক ভালো। ডাবল সাইজের একটি ব্যাটারি দিয়ে আপনি মাউস টি ব্যবহার করতে পারবেন প্রায় ছয় মাস। আমার কাছে মাউসে ব্যাটারি লাইফ অনেক ভালো মনে হয়েছে। দামের কথা চিন্তা করলে মাউসটি আমার কাছে অনেক ভালো মনে হয়েছে।

মাউসটির সেনসর অনেক কম লাইট ব্যবহার করার কারণে মাউসটি ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। ডাবল সাইজের একটি ব্যাটারির মাধ্যমে আপনি প্রায় ছয় মাসের বেশি একটানা ব্যবহার করতে পারবেন। মাউসটি যখন কাজে লাগবে না তখন আপনি ব্যাটারি বাঁচানোর জন্য মাউসটিকে অফ করে রাখতে পারবেন। মাউসটি টেকনিক্যাল বিবরণ নিচে দেওয়া হলো।

টেকনিক্যাল বিবরণ

  1. Brand: Xiaomi
  2. Model: Mi Wireless Mouse
  3. Type: Wireless Optical Mouse
  4. Wireless Connection: 2.4GHz
  5. Receiving distance: 10m
  6. USB-dongle: USB Dongle
  7. Number of buttons: 4
  8. Support: Windows 7/8/10, Mac X 10.8 and above, Chrome

 

আপনাদের একটি কমেন্ট একটি শেয়ার পরবর্তীতে এ ধরনের নতুন নতুন পোস্ট লেখার প্রেরণা যোগায। পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে জানান ধন্যবাদ। ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। শেয়ার করার সকল অপশন নিচে দেওয়া আছে ধন্যবাদ ।

Gulam Mostafa

It's Gulam Mostafa, A Professional Web Developer, Server Administrator, SEO Expert, and Digital Marketer, founder and CEO of FastAnswer.Net. I work well with a successful team that is always trying to develop itself and offer the finest services.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button