বাংলাদেশের জনপ্রিয় ৫টি গেমিং মেকানিক্যাল কিবোর্ড রিভিউ

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আজকে আমরা গেমডিয়াস আরজিবি মেকানিক্যাল গেমিং কী-বোর্ড রিভিউ করব। এই কীবোর্ডটি বাজেটের মধ্যে সবচেয়ে ভালো মেকানিক্যাল কিবোর্ড। এ কিবোর্ডটি সাথে আপনি আরজিবি সকল কালার ব্যবহার করতে পারবে।
পোষ্টের জন্য আমাদের কাছে কমেন্ট করেছে আতিক, আরিফুর সহ আরো অনেকে। কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও চাইলে এভাবে আমাদের কাছে কমেন্ট করতে পারেন। আমরা আপনার কমেন্টের শীঘ্রই উত্তর দেয়ার চেষ্টা করলো। ততক্ষণ পর্যন্ত কষ্ট করে আমাদের ওয়েবসাইটে ঘুরে দেখুন।
কিবোর্ড টির বিল্ড কোয়ালিটি
এবার আসা যাক আরজিবি মেকানিক্যাল গেমিং কী-বোর্ড টির বিল্ড কোয়ালিটি নিয়ে। মোটামুটি কিবোর্ডটি একটি বড়সড় কিবোর্ড । কিবোর্ডটির বিল্ড কোয়ালিটি অনেক ভালো। কিবোর্ড টিতে আপনি প্রিমিয়াম ফিল পাবেন । কিবোর্ডের ওপরের অংশ মেটাল বডি এবং নিচের অংশ প্লাস্টিক।
কিবোর্ড টির সাথে আছে 1.8 মিটার ব্রেডেড কেবল। ক্যাবলের ইউএসবি কানেকশন মেটাল তৈরি। কিবোর্ড টির দৈর্ঘ্য 458 MM। কিবোর্ড টির প্রস্থ 220 MM। কিবোর্ড টির উচ্চতা 44 MM। কিবোর্ড টির ওজন 1.1 কেজি । কিবোর্ড টির কি ক্যাপ স্ট্যান্ডার এবিএস প্লাস্টিক। কিবোর্ড টিমেটাল বডি হওয়ার কারণে অনেক মজবুত।
কি-বোর্ডের আরজিবি
কিবোর্ড টিতে আছে বিল্ট ইন মেমোরি 8 কিলোবাইট। বিল্ট ইন মেমোরি 8 কিলোবাইট থাকায় ম্যাক্রো ও কালার প্যাটার্ন সেট করতে পারবেন। কিন্তু কোন ড্রাইভার সফটওয়্যার না থাকায় অন কিবোর্ড এ কাজগুলো করা একটু ঝামেলা হবে।
কি বোর্ডের ছয়টি সারিতে সাতটি কালার কিভাবে হলো আমি বুঝতে পারলাম না। তবে এলইডি লাইট এর ব্রাইটনেস ও কালার কম্বিনেশন আমার কাছে ভালো লেগেছে। যাই হোক কিবোর্ড অনেক লাইটিং ইফেক্ট আছে। এছাড়াও কিবোর্ড টি তে অনেক গেমিং কালার মোড আছে। এসব কালার আপনার গেম খেলে সাহায্য করবে।
কিবোর্ড টাইপিং
এই কীবোর্ডটি টাইপিং অনুভূতি ছিল অনেক ভালো। কিবোর্ডটি একটি ভালো ডিজাইন হলো কিবোর্ডটি অনেকটা ঢালু টাইপের। যার ফলে আরজিবি মেকানিক্যাল গেমিং কী-বোর্ড টি অনেকক্ষণ ধরে টাইপিং করলে কোন সমস্যা হবে না। ওভারঅল কিবোর্ড এর সাথে এর বেস্ট রিষ্টেস্ট্যান্ড অনেক কম্বিনেশন করেছে ।1000 হার্স কুলিং রিটের কিবোর্ডটি আন্টিরওরেবাল সাপোর্টেড। যত ইচ্ছা তত বাটন প্রেস করতে পারবেন একসাথে সবগুলো বাটনে কাজ করবে।
কিবোর্ড গেমিং
এ ছাড়া উইন্ডোস কী ডিজেবল বাটন আছে এর ফলে আপনি গেম খেলার সময় উইন্ডোজ কী ডিজেবল করে দিতে পারবেন।যার কারণে গেম খেলার সময় গেম মিনিমাইজ হবে না। তাছাড়া অর কি লক সিস্টেম আছে। যার ফলে আনলক করা না করা পর্যন্ত কিবোর্ড কোন ইনপুট নেবে না।
কিবোর্ড অনেক লাইটিং ইফেক্ট আছে। এছাড়াও কিবোর্ড টি তে অনেক গেমিং কালার মোড আছে। এসব কালার আপনার গেম খেলে সাহায্য করবে। কিবোর্ডটি আরজিবি হওয়ার কারণেই গেমিং করে আপনি অনেক মজা পাবেন।
এই কিবোর্ডে যেসব জিনিস আমার ভালো লেগেছে তা আমি শেয়ার করলাম
এলইডি লাইট এর ব্রাইটনেস ও কালার কম্বিনেশন আমার কাছে ভালো লেগেছে। কিবোর্ডটি আরজিবি হওয়ার কারণেই গেমিং করে আপনি অনেক মজা পেয়েছি । উইন্ডোস কী ডিজেবল থাকা গেম খেলার সময় গেম টি মিনিমাইজ হয় না। যা আমার দেখা সবচেয়ে বড় একটি সমস্যা দূর করেছে।
আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের ওয়েবসাইটে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন।আপনাদের একটি কমেন্ট একটি শেয়ার আমাদের পরবর্তী পোস্ট লেখার উৎসাহ জায়গায়।